مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম
45 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ سُفْيَانَ ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ بُرَيْدَةَ قَالَ : “ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاةٍ ، فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ صَلَّى الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ، فَقَالَ لَهُ عُمَرُ : إِنَّكَ فَعَلْتَ شَيْئًا لَمْ تَكُنْ تَفْعَلْهُ ؟ قَالَ : عَمْدًا فَعَلْتُهُ “ . يُقَالُ : هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . *
অনুবাদঃ বুরাইদা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন। যখন মক্কা বিজয়ের বছর এলো, তিনি এক ওযু দ্বারা একাধিক সালাত আদায় করলেন এবং মোজার উপর মাসাহ করলেন। তখন উমর (রাদিয়াল্লাহু আনহু) তাঁকে বললেন, "আপনি এমন একটি কাজ করেছেন যা আপনি পূর্বে করতেন না!" তিনি বললেন: "আমি ইচ্ছাকৃতভাবে এটি করেছি।"