الحديث


مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম





مختصر الأحكام (1560)


1560 - نا أَبُو الأَشْعَثِ أَحْمَدُ الْمِقْدَامِ الْبَصْرِيُّ قَالَ : نا حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ يَزِيدَ بْنِ حَازِمٍ , عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ : أَنَّ الْجِنَّ بَكَتْ عَلَى عُمَرَ , فَوَصَفَ ذَاكِرًا قَالَ : عَلَيْكَ سَلامٌ مِنْ أَمِيرٍ وَبَارَكَتْ يَدُ اللَّهِ فِي ذَاكَ الأَدِيمِ الْمُمَزَّقِ قَضَيْتَ أُمُورًا ثُمَّ غَادَرْتَ بَعْدَهَا بَوَائِقَ فِي أَكْمَامِهَا لَمْ تُفَتَّقِ فَمَنْ يَسَعْ أَوْ يَرْكَبْ جَنَاحَيْ نَعَامَةٍ لِيُدْرِكَ مَا قَدَّمْتَ بِالأَمْسِ يُسْبَقِ أَبْعَدَ قَتِيلٍ بِالْمَدِينَةِ أَظْلَمَتْ لَهُ الأَرْضُ تَهْتَزُّ الْعِضَاهُ بِأَسْوُقِ *




অনুবাদঃ সুলাইমান ইবনে ইয়াসার থেকে বর্ণিত, নিশ্চয় জিনেরা উমার (রাদিয়াল্লাহু আনহু)-এর জন্য শোক প্রকাশ করেছিল। তারা এই বলে বর্ণনা করছিল:
হে আমীর! আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলার হাত বরকত দিক সেই ছিন্ন-বিচ্ছিন্ন চামড়ার (অর্থাৎ আপনার দেহের) উপর।
আপনি বহু বিষয়ের মীমাংসা করে গেছেন, আর আপনার পরে রেখে গেলেন এমন বিপদসমূহ যা এখনও তাদের খাপের ভেতর থেকে উন্মুক্ত হয়নি।
যে ব্যক্তিই চেষ্টা করুক না কেন, কিংবা উটপাখির ডানায় চড়ে আসুক না কেন, যেন সে গতকাল আপনি যা সম্পন্ন করেছেন, তা ধরতে পারে— সে অবশ্যই পিছিয়ে পড়বে।
মদীনার সেই শহীদ চলে যাওয়ার পর, যার জন্য পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আর বড় বড় গাছপালাগুলো তাদের মূল থেকে কেঁপে উঠছে!