الحديث


جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





جامع بيان العلم وفضله (2412)


2412 - وَقَالَ أَبُو حَازِمٍ: صَارَ النَّاسُ فِي زَمَانِنَا يَعِيبُ الرَّجُلُ مَنْ هُوَ فَوْقَهُ فِي الْعِلْمِ لِيُرِيَ النَّاسَ أَنَّهُ لَيْسَ بِهِ -[1226]- حَاجَةٌ إِلَيْهِ، وَلَا يُذَاكِرُ مَنْ هُوَ مِثْلُهُ وَيُزْهُو عَلَى مَنْ هُوَ دُونَهُ فَذَهَبَ الْعِلْمُ وَهَلَكَ النَّاسُ "




অনুবাদঃ আবু হাযিম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাদের এই যুগে মানুষ এমন হয়ে গেছে যে, একজন ব্যক্তি জ্ঞানে তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির সমালোচনা করে—যাতে সে লোকজনকে দেখাতে পারে যে, তার প্রতি (ঐ শ্রেষ্ঠ জ্ঞানীর) তার কোনো প্রয়োজন নেই। আর সে তার সমমানের ব্যক্তির সাথে জ্ঞানচর্চা বা আলোচনা করে না, এবং যারা তার চেয়ে নিম্ন স্তরের, তাদের প্রতি অহংকার প্রকাশ করে। ফলে, ইলম (জ্ঞান) বিলুপ্ত হয়ে গেল এবং মানুষ ধ্বংস হয়ে গেল।