الحديث


جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





جامع بيان العلم وفضله (2414)


2414 - وَسُئِلَ أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ: مَا الْبَلَاذِرُ؟ قَالَ: إِدَامَةُ النَّظَرِ فِي الْكُتُبِ




অনুবাদঃ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, ‘বালাযির’ কী? তিনি বললেন: কিতাবসমূহের (বইপত্রের) মধ্যে সর্বদা দৃষ্টি নিবদ্ধ রাখা (অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে অধ্যয়ন চালিয়ে যাওয়া)।