جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
40 - الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: « أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ، أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجَنَائِزِ، وَإِفْشَاءِ السَّلَامِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَنَصْرِ الْمَظْلُومِ وَإِبْرَارِ الْقَسَمِ» الْحَدِيثَ وَقَدْ ذَكَرْنَا هَذِهِ السَّبْعَ وَغَيْرَهَا عَلَى اخْتِلَافِ أَحْكَامِهَا عِنْدَ الْعُلَمَاءِ فِي كِتَابِ التَّمْهِيدِ وَخَالَفَهُمْ جُمْهُورُ الْعُلَمَاءِ فَقَالُوا: لَيْسَ تَشْمِيتُ الْعَاطِسِ مِنْ هَذَا الْبَابِ وَكَذَلِكَ عِيَادَةُ الْمَرِيضِ، وَإِنَّمَا ذَلِكَ نَدْبٌ وَفَضِيلَةٌ وَحُسْنُ أَدَبٍ أُمِرَ بِهِ لِلتَّحَابِّ وَالْأُلْفَةِ وَلَا حَرَجَ عَلَى مَنْ قَصَّرَ عَنْهُ إِلَّا إِنَّهُ مُقَصِّرٌ عَنْ حَظِّ نَفْسِهِ فِي اتِّبَاعِ السُّنَّةِ وَأَدَبِهَا
অনুবাদঃ বারা ইবনু আযিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন: অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাযার অনুসরণ করা, সালামের প্রসার ঘটানো, দাওয়াতকারীর ডাকে সাড়া দেওয়া, হাঁচিদাতার জন্য (দোয়া করা তথা) ’ইয়ারহামুকাল্লাহ’ বলা, মজলুমকে সাহায্য করা এবং শপথ পূর্ণ করার।
(এই হাদীসটির ব্যাখ্যায় বলা হয়েছে:) আমরা এই সাতটি এবং অন্যান্য বিষয় সম্পর্কে ‘কিতাবুত তামহীদ’-এ উলামাদের মধ্যে বিদ্যমান বিধানগত মতপার্থক্য সহ উল্লেখ করেছি। কিন্তু জমহুর (অধিকাংশ) উলামায়ে কিরাম তাদের (অন্যান্য উলামাদের) বিরোধিতা করে বলেছেন: হাঁচিদাতার জন্য দু’আ করা এবং অনুরূপভাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এই (ওয়াজিবের) পর্যায়ের অন্তর্ভুক্ত নয়। বরং এগুলি হলো নদ্ব (উত্তম, উৎসাহিত) কাজ, ফযীলতপূর্ণ এবং উত্তম শিষ্টাচার—যা পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টির জন্য নির্দেশিত হয়েছে। আর যে ব্যক্তি এসব কাজ পালনে ত্রুটি করে, তার উপর কোনো গুনাহ নেই; তবে সে সুন্নাতের অনুসরণ ও তার শিষ্টাচারের ক্ষেত্রে নিজের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হলো।