الحديث


جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





جامع بيان العلم وفضله (41)


41 - وَذَكَرَ ابْنُ الْمُبَارَكِ، عَنِ الْمُبَارَكِ بْنِ فَضَالَةَ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ الْبَصْرِيِّ قَالَ: " سِتٌّ إِذَا أَدَّاهَا قَوْمٌ كَانَتْ مَوْضُوعَةً عَنِ الْعَامَّةِ وَإِذَا اجْتَمَعَتِ الْعَامَّةُ عَلَى تَرْكِهَا كَانُوا آثِمِينَ: الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ يَعْنِي سَدَّ الثُّغُورِ، وَالضَّرْبُ فِي الْعَدُوِّ، -[62]- وَغُسْلُ الْمَيِّتِ وَتَكْفِينُهُ وَالصَّلَاةُ عَلَيْهِ، وَالْفُتْيَا بَيْنَ النَّاسِ، وَحُضُورُ الْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ، لَيْسَ لَهُمْ أَنْ يَتْرُكُوا الْإِمَامَ لَيْسَ عِنْدَهُ مَنْ يَخْطُبُ عَلَيْهِ، وَالصَّلَاةُ فِي جَمَاعَةٍ " قَالَ الْحَسَنُ: «وَإِذَا جَاءَهُمُ الْعَدُوُّ فِي مِصْرِهِمْ فَعَلَيْهِمْ أَنْ يُقَاتِلُوا يَعْنِي أَجْمَعِينَ» قَالَ ابْنُ الْمُبَارَكِ: وَبِهَذَا كُلِّهِ أَقُولُ وَقَدْ جَاءَ عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا يُعَضِّدُ قَوْلَ الْحَسَنِ




অনুবাদঃ হাসান আল-বাসরী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন:

ছয়টি বিষয় এমন যে, যদি কোনো গোষ্ঠী বা দল তা সম্পাদন করে, তাহলে সাধারণ মানুষ সে দায়িত্ব থেকে অব্যাহতি পায়। আর যদি সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগুলো ছেড়ে দেয়, তবে তারা গুনাহগার হবে। সেগুলো হলো:

১. আল্লাহর রাস্তায় জিহাদ—অর্থাৎ সীমান্ত রক্ষা করা এবং শত্রুর উপর আক্রমণ করা।
২. মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন পরানো এবং তার উপর জানাজার সালাত আদায় করা।
৩. মানুষের মাঝে ফতোয়া প্রদান করা।
৪. জুমার দিনে খুতবাতে উপস্থিত থাকা। তাদের জন্য ইমামকে এমন অবস্থায় ছেড়ে যাওয়া বৈধ নয় যে তার কাছে খুতবা দেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকে না।
৫. জামা‘আতে সালাত আদায় করা।

আল-হাসান (রহ.) আরো বলেন: যদি তাদের শহরে বা এলাকায় শত্রু এসে উপস্থিত হয়, তবে তাদের সকলের উপরই যুদ্ধ করা ওয়াজিব হয়ে যায়।

ইবনুল মুবারক (রহ.) বলেন: আমি এই সব বিষয়েই সমর্থন করি এবং আবু দারদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকেও এমন বর্ণনা এসেছে যা আল-হাসানের কথাকে সমর্থন করে।