شرح السنة للبغوي
Sharhus Sunnah lil Bagawi
শারহুস সুন্নাহ লিল বাগাওয়ী
4352 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّالِحِيُّ، أَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْحِيرِيُّ، أَنَا حَاجِبُ بْنُ أَحْمَدَ الطُّوسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ حَمَّادٍ، نَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُصَفُّ أَهْلُ النَّارِ، فَيُعَدَّلُونَ، قَالَ: فَيَمُرُّ بِهِمُ الرَّجُلُ مِن أَهْلِ الْجَنَّةِ، فَيَقُولُ الرَّجُلُ مِنْهُمْ: يَا فُلانُ.
قَالَ: فَيَقُولُ: مَا تُرِيدُ؟ فَيَقُولُ: أَمَا تَذْكُرُ رَجُلا سَقَاكَ شَرْبَةً يَوْمَ كَذَا وَكَذَا؟ قَالَ: فَيَقُولُ: وَإِنَّكَ لأَنْتَ هُوَ؟ فَيَقُولُ: نَعَمْ.
فَيَشْفَعُ لَهُ، فَيُشَفَّعُ فِيهِ، قَالَ: ثُمَّ يَمُرُّ بِهِمُ الرَّجُلُ مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَيَقُولُ: يَا فُلانُ.
فَيَقُولُ: مَا تُرِيدُ؟ فَيَقُولُ: أَمَا تَذْكُرُ
رَجُلا وَهْبَ لَكَ وَضُوءًا يَوْمَ كَذَا وَكَذَا؟ فَيَقُولُ: إِنَّكَ لأَنْتَ هُوَ؟ فَيَقُولُ: نَعَمْ.
فَيَشْفَعُ لَهُ، فَيُشَفَّعُ فِيهِ "
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
জাহান্নামবাসীদের কাতারবদ্ধ করা হবে এবং তাদের (হিসাবের জন্য) প্রস্তুত করা হবে। তিনি (নবীজি) বলেন, অতঃপর জান্নাতবাসীদের মধ্য থেকে একজন লোক তাদের পাশ দিয়ে অতিক্রম করবেন। তখন তাদের মধ্য থেকে একজন লোক (জাহান্নামী) বলবেন, "হে অমুক!"
তিনি (জান্নাতী) বলবেন, "তুমি কী চাও?"
সে বলবে, "আপনার কি সেই লোকটির কথা মনে নেই, যিনি আপনাকে অমুক অমুক দিন এক চুমুক পানি পান করিয়েছিলেন?"
তিনি বলবেন, "তুমিই কি সেই ব্যক্তি?" সে বলবে, "হ্যাঁ।"
তখন তিনি তার জন্য সুপারিশ করবেন, এবং সেই সুপারিশ কবুল করা হবে।
তিনি বলেন, অতঃপর জান্নাতবাসীদের মধ্য থেকে অন্য একজন লোক তাদের পাশ দিয়ে অতিক্রম করবেন। তখন তাদের মধ্য থেকে একজন লোক বলবেন, "হে অমুক!"
তিনি বলবেন, "তুমি কী চাও?"
সে বলবে, "আপনার কি সেই লোকটির কথা মনে নেই, যিনি আপনাকে অমুক অমুক দিন ওযুর পানি দান করেছিলেন?"
তিনি বলবেন, "তুমিই কি সেই ব্যক্তি?" সে বলবে, "হ্যাঁ।"
তখন তিনি তার জন্য সুপারিশ করবেন, এবং সেই সুপারিশ কবুল করা হবে।