شرح السنة للبغوي
Sharhus Sunnah lil Bagawi
শারহুস সুন্নাহ লিল বাগাওয়ী
4353 - أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ الْمَلِيحِيُّ، أَنَا أَبُو مَنْصُورٍ السَّمْعَانِيُّ، نَا أَبُو جَعْفَرٍ الرَّيَّانِيُّ، نَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، نَا مُحَاضِرٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يُصَفُّ أَهْلُ النَّارِ، فَيَمُرُّ عَلَيْهِمْ أَهْلُ الْجَنَّةِ، فَيَقُولُ الرَّجُلُ مِنْهُمْ: يَا فُلانُ، أَمَا تَعْرِفُنِي؟ أَنَا الَّذِي سَقَيْتُكَ شَرْبَةَ الْمَاءِ، وَقَالَ بَعْضُهُمْ: أَنَا الَّذِي وَهَبْتُ لَكَ مَاءً تَوَضَّأْتَ بِهِ، فَيَشْفَعُ لَهُ، فَيُدْخِلُهُ الْجَنَّةَ "
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"জাহান্নামীদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। অতঃপর জান্নাতবাসীরা তাদের পাশ দিয়ে অতিক্রম করবে। তখন জান্নাতবাসীদের মধ্য থেকে একজন (দাঁড়ানো জাহান্নামীকে) বলবে, ’হে অমুক! তুমি কি আমাকে চিনতে পারছো না? আমিই সেই ব্যক্তি, যে তোমাকে (দুনিয়াতে) একবার এক ঢোক পানি পান করিয়েছিলাম।’ আর তাদের মধ্যে কেউ কেউ বলবে, ’আমিই সেই ব্যক্তি, যে তোমাকে ওযু করার জন্য পানি দান করেছিলাম।’ অতঃপর সে তার জন্য সুপারিশ করবে, ফলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে।"