الحديث


شعب الإيمان للبيهقي
Shu’abul Iman lil-Bayhaqi
শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী





شعب الإيمان للبيهقي (10743)


10743 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، ثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ اللهِ النَّرْسِيُّ، ثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، ثَنَا هِشَامُ بْنُ الْغَازِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: ابْتَاعَ عُثْمَانُ بْنُ عَفَّانَ حَائِطًا مِنْ رَجُلٍ فَسَاوَمَهُ حَتَّى تَاوَمَهُ عَلَى الثَّمَنِ الَّذِي رَضِيَ بِهِ الْبَائِعُ فَقَالَ: أَرِنَا يَدَكَ قَالَ: وَكَانُوا لَا يَسْتَوْجِبُونَ الْبَيْعَ إِلَّا بِالصَّفْقَةِ، فَلَمَّا رَأَى ذَلِكَ الرَّجُلُ قَالَ: لَا أَبِيعُكَ حَتَّى تَزِيدَ لِي عَشْرَةَ آلَافٍ، فَالْتَفَتَ عُثْمَانُ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ -[537]- أَدْخَلَ الْجَنَّةَ رَجُلًا سَمْحًا بَائِعًا وَمُبْتَاعًا وَقَاضِيًا وَمُقْتَضِيًا " اذْهَبْ فَقَدْ زِدْتُكِ هَذِهِ الْعَشَرَةَ آلَافٍ تَسْتَوْجِبُ لَهَا بِهَذِهِ الْكَلِمَةِ الَّتِي سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবী হুসাইন (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:

তিনি বলেন, উসমান ইবনে আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এক ব্যক্তির কাছ থেকে একটি বাগান ক্রয় করলেন। তিনি দরদাম করতে থাকলেন যতক্ষণ না বিক্রেতা যে মূল্যে সন্তুষ্ট হলেন, সেই মূল্যে তারা চুক্তি করলেন। অতঃপর (উসমান রাঃ) বললেন, "তোমার হাতটি দেখাও।" বর্ণনাকারী বলেন, চুক্তির সময় হাত মিলানো (সাফকাহ) ছাড়া তারা বেচাকেনাকে বাধ্যতামূলক মনে করতেন না।

যখন লোকটি এই অবস্থা দেখল, তখন সে বলল, "আমি আপনার কাছে এটি বিক্রি করব না, যতক্ষণ না আপনি দশ হাজার (মুদ্রা) বাড়িয়ে দেবেন।"

তখন উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আব্দুর রহমান ইবনে আওফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর দিকে ফিরে তাকালেন এবং বললেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: ’নিশ্চয়ই আল্লাহ তা’আলা এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, যে ব্যক্তি সহজ-সরল ও উদার (দয়ালু) ছিল— যখন সে বিক্রি করে, যখন সে ক্রয় করে, যখন সে বিচার করে এবং যখন সে (ঋণ বা পাওনা) তলব করে।’ (অতঃপর তিনি বিক্রেতাকে লক্ষ্য করে বললেন) যাও, আমি তোমার জন্য এই দশ হাজার বাড়িয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে শোনা এই বাণীর কারণে তুমি তা পাওয়ার যোগ্য হলে।"




تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: رجاله ثقات