صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ
125 - نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، نا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: عَطِشَ النَّاسُ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رِكْوَةٌ يَتَوَضَّأَ مِنْهَا إِذْ جَهَشَ النَّاسُ نَحْوَهُ قَالَ: فَقَالَ: «مَا لَكُمْ؟» قَالُوا: مَا لَنَا مَاءٌ نَتَوَضَّأُ وَلَا نَشْرَبُ إِلَّا مَا بَيْنَ يَدَيْكَ قَالَ: «فَوَضَعَ يَدَيْهِ فِي الرِّكْوَةِ، وَدَعَا بِمَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَ» . قَالَ: «فَجَعَلَ الْمَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ أَمْثَالَ الْعُيُونِ» قَالَ: فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا قَالَ: قُلْتُ لِجَابِرٍ: كَمْ كُنْتُمْ؟ قَالَ: كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً، وَلَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا
অনুবাদঃ জাবির ইবনু আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: হুদায়বিয়ার দিনে লোকেরা পিপাসার্ত হয়ে পড়ল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি মশক (চামড়ার পাত্র) ছিল, যা থেকে তিনি উযু করছিলেন। যখন লোকেরা তাঁর দিকে ঝুঁকে পড়ল। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: “তোমাদের কী হয়েছে?” তারা বলল: আমাদের উযু করার এবং পান করার জন্য কোনো পানি নেই, কেবল আপনার সামনে যা আছে তা ছাড়া। তিনি বললেন: “তখন তিনি তাঁর উভয় হাত মশকটির মধ্যে রাখলেন এবং আল্লাহ যা চাইলেন তা বলে দু‘আ করলেন।” তিনি বললেন: “তখন তাঁর আঙ্গুলসমূহের মধ্যখান থেকে ঝর্ণার মতো পানি উথলিয়ে বের হতে লাগল।” তিনি বললেন: অতঃপর আমরা পান করলাম এবং উযু করলাম। (বর্ণনাকারী) বলেন: আমি জাবিরকে জিজ্ঞেস করলাম: আপনারা কতজন ছিলেন? তিনি বললেন: আমরা ছিলাম পনেরো শত (এক হাজার পাঁচশত) জন। আর যদি আমরা এক লক্ষও হতাম, তবুও তা আমাদের জন্য যথেষ্ট হতো।