صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ
127 - نا يَحْيَى بْنُ حَكِيمٍ، نا ابْنُ عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ «فَبَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَبَالَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ وَأَطْلَقَ شِنَاقَ الْقِرْبَةِ، فَصَبَّ فِي الْقَصْعَةِ أَوِ الْجَفْنَةِ فَتَوَضَّأَ وُضُوءًا بَيْنَ الْوُضُوءَيْنِ، وَقَامَ يُصَلِّي» ، فَقُمْتُ فَتَوَضَّأْتُ، «فَجِئْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ»
অনুবাদঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি আমার খালা মায়মূনার ঘরে রাত কাটালাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কীভাবে সালাত আদায় করেন, তা লক্ষ করলাম। তিনি পেশাব করলেন, এরপর তাঁর মুখমণ্ডল ও দু’হাত ধুলেন, তারপর ঘুমিয়ে গেলেন। এরপর তিনি উঠলেন এবং মশকের বাঁধন খুলে দিলেন। অতঃপর তিনি একটি বাটিতে বা পাত্রে পানি ঢাললেন। এরপর তিনি এমনভাবে ওযু করলেন যা দু’প্রকারের (পূর্ণাঙ্গ ও অতি সংক্ষিপ্ত) ওযুর মাঝামাঝি, আর সালাত আদায়ের জন্য দাঁড়ালেন। তখন আমি উঠে ওযু করলাম। আমি তাঁর বাম পাশে এসে দাঁড়ালাম। তখন তিনি আমাকে ধরে তাঁর ডান পাশে দাঁড় করিয়ে দিলেন।