صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ
153 - نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، نا ابْنُ عُلَيَّةَ، نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: دَخَلَ عَلِيٌّ عَلَيَّ بَيْتِي وَقَدْ بَالَ فَدَعَا بِوَضُوءٍ فَجِئْنَاهُ بِقُعْبٍ يَأْخُذُ الْمُدَّ أَوْ قَرِيبَهُ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: «يَا ابْنَ عَبَّاسٍ أَلَا أَتَوَضَّأُ لَكَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقُلْتُ: بَلَى فِدَاكَ أَبِي وَأُمِّي قَالَ: «فَوَضَعَ لَهُ إِنَاءً فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ أَخَذَ بِيَمِينِهِ - يَعْنِي الْمَاءَ - فَصَكَّ بِهَا وَجْهَهُ» وَذَكَرَ الْحَدِيثَ
[تحقيق] 153 - قال الألباني: إسناده حسن من أجل الخلاف المعروف في ابن اسحق وقد صرح بالتحديث
অনুবাদঃ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আলী (রাদিয়াল্লাহু আনহু) আমার ঘরে প্রবেশ করলেন এবং তিনি পেশাব করলেন। এরপর তিনি উযূর পানি চাইলেন। আমরা তাঁর জন্য প্রায় এক মুদ্দ (পরিমাণ) পানি ধরে এমন একটি পাত্র নিয়ে এলাম এবং তা তাঁর সামনে রাখা হলো। তখন তিনি (আলী) বললেন, “হে ইবনে আব্বাস! আমি কি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযূর মতো উযূ করে দেখাব না?” আমি বললাম, “অবশ্যই, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোক।” তিনি বললেন, “এরপর তিনি তাঁর জন্য পাত্রটি রাখলেন এবং তাঁর উভয় হাত ধুলেন। এরপর তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন এবং নাক ঝেড়ে পরিষ্কার করলেন। এরপর তিনি তাঁর ডান হাত দিয়ে পানি নিলেন এবং তা দিয়ে তাঁর মুখমণ্ডল ধুলেন।” এবং তিনি হাদীসের বাকি অংশ উল্লেখ করলেন।