صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ
صحيح ابن خزيمة (62)
62 - ثنا نَصْرُ بْنُ عَلِيٍّ، ثنا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، أَنَا أَبُو حَازِمٍ قَالَ: رَأَيْتُ سَهْلَ بْنَ سَعْدٍ يَبُولُ قَائِمًا؛ فَإِنَّهُ تُحُدِّثَ ذَلِكَ عَلَيْهِ، وَقَالَ: «قَدْ رَأَيْتُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي فَعَلَهُ»
অনুবাদঃ আবু হাযিম বলেন: আমি সাহল ইবনু সা'দ রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছি। যখন এই বিষয়ে তাঁর বিরুদ্ধে আলোচনা করা হলো, তখন তিনি বললেন: “আমি এমন ব্যক্তিকে দেখেছি, যিনি আমার চেয়েও শ্রেষ্ঠ, তিনি তা করেছেন।”