فضائل القرآن للنسائي
Fadailul-Quran lin-Nasa’i
ফাদায়িলুল কুরআন লিন-নাসাঈ
119 - أخبرنَا مُحَمَّد بن عبد الْأَعْلَى قَالَ ثَنَا خَالِد قَالَ أَنا شُعْبَة عَن عبد الْملك بن ميسرَة قَالَ
سَمِعت النزال قَالَ سَمِعت عبد الله قَالَ سَمِعت رجلا يقْرَأ آيَة
كنت سَمِعت رَسُول الله يقْرَأ غَيرهَا فَأخذت بِيَدِهِ فَأتيت بِهِ النَّبِي فَرَأَيْت النَّبِي تغير وَجهه فَقَالَ كلاكما محسن لَا تختلفوا فِيهِ فَإِن من كَانَ قبلكُمْ اخْتلفُوا فِيهِ
অনুবাদঃ ১১৯ - ইসমাইল ইবনে মাসউদ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, ইবনুল মুবারক ইউনুস থেকে, তিনি জুহরি থেকে, তিনি উবাইদুল্লাহ থেকে, তিনি ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি এক ব্যক্তিকে একটি আয়াত পড়তে শুনলাম যা রাসূলুল্লাহ (সা) আমাকে যেভাবে পড়িয়েছেন তার থেকে ভিন্ন। আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ (সা)-এর কাছে গেলাম। তিনি বললেন—তোমরা উভয়েই সঠিক করেছ, মতভেদ করো না। তোমাদের পূর্ববর্তীরা কিতাব নিয়ে মতভেদের কারণেই ধ্বংস হয়েছে।
[নোটঃ AI দ্বারা অনূদিত]