الحديث


فضائل القرآن للنسائي
Fadailul-Quran lin-Nasa’i
ফাদায়িলুল কুরআন লিন-নাসাঈ





فضائل القرآن للنسائي (120)


120 - أخبرنَا عَليّ بن مُحَمَّد بن عَليّ قَالَ ثَنَا دَاوُود بن معَاذ قَالَ ثَنَا حَمَّاد بن زيد عَن أبي عمرَان الْجونِي عَن عبد الله بن رَبَاح الْأنْصَارِيّ عَن عبد الله بن عَمْرو قَالَ هجرت إِلَى رَسُول الله ذَات يَوْم فَسمع رجلَيْنِ يَخْتَلِفَانِ فِي آيَة من كتاب الله فَخرج وَالْغَضَب يعرف فِي وَجهه فَقَالَ إِنَّمَا هلك من كَانَ قبلكُمْ باختلافهم فِي الْكتاب




অনুবাদঃ ১২০ - মুহাম্মদ ইবনে আব্দুল আ’লা আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, মুয়াম্মার আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর ইবনে হাফস তাঁর ভাই উবাইদুল্লাহ থেকে, তিনি ইবনে শিহাব থেকে, তিনি আবু সালামাহ থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি নবী (সা)-এর দরজায় বসা ছিলাম। দুই ব্যক্তি কুরআনের একটি আয়াত নিয়ে বিতর্কে লিপ্ত হলো। রাসূলুল্লাহ (সা) রাগান্বিত হয়ে বেরিয়ে এলেন এবং বললেন—তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তাদের কিতাব নিয়ে মতভেদ ও বিবাদের কারণেই ধ্বংস হয়েছে।

[নোটঃ AI দ্বারা অনূদিত]