فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
100 - أخبرنَا قُتَيْبَة بن سعيد قَالَ أَنا عبد الْوَاحِد عَن الْحسن ابْن عبيد قَالَ ثَنَا الْحر بن صياح عَن عبد الرَّحْمَن بن الْأَخْنَس قَالَ قَامَ سعيد بن زيد فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَبُو بكر فِي الْجنَّة وَعمر فِي الْجنَّة وَعُثْمَان فِي الْجنَّة وَطَلْحَة فِي الْجنَّة وَالزُّبَيْر فِي الْجنَّة وَسعد فِي الْجنَّة وَعبد الرَّحْمَن بن عَوْف فِي الْجنَّة وَلَو شِئْت أَن أسمي التَّاسِع لسميت فظنناه يَعْنِي نَفسه
অনুবাদঃ ১০০ - কুতাইবাহ ইবনে সাঈদ আমাদের নিকট বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল ওয়াহিদ আমাদের নিকট বর্ণনা করেছেন আল-হাসান ইবনে উবাইদ থেকে, তিনি বলেন, আল-হুর ইবনে সিয়াহ আমাদের নিকট হাদীস শুনিয়েছেন আব্দুর রাহমান ইবনুল আখনাস থেকে। তিনি (আব্দুর রাহমান) বলেন, সাঈদ ইবনে যায়দ (রাঃ) দাঁড়ালেন এবং বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: আবু বকর জান্নাতে, উমার জান্নাতে, উসমান জান্নাতে, তালহা জান্নাতে, যুবাইর জান্নাতে, সা'দ জান্নাতে এবং আব্দুর রাহমান ইবনে আউফ জান্নাতে। আর আমি যদি নবম ব্যক্তির নাম উল্লেখ করতে চাইতাম, তবে অবশ্যই করতাম। (বর্ণনাকারী) বলেন, সুতরাং আমরা মনে করলাম যে তিনি নিজেকেই বুঝিয়েছেন।
[নোটঃ AI দ্বারা অনূদিত]