الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (12)


12 - أخبرنَا الرّبيع بن سُلَيْمَان قَالَ ثَنَا شُعَيْب بن اللَّيْث عَن أَبِيه عَن عقيل عَن ابْن شهَاب عَن سعيد بن الْمسيب عَن أبي هُرَيْرَة قَالَ انْصَرف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الصَّلَاة فَأقبل على أَصْحَابه فَقَالَ بَيْنَمَا رجل يَسُوق بقرة فَبَدَا لَهُ أَن يركبهَا فَأَقْبَلت عَلَيْهِ فَقَالَت إِنَّا لم نخلق لهَذَا إِنَّمَا خلقنَا للحراثة فَقَالَ من حوله سُبْحَانَ الله سُبْحَانَ الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِنِّي آمَنت بِهِ أَنا وَأَبُو بكر وَعمر وبينما رجل فِي غنمه إِذْ جَاءَ الذِّئْب فَأخذ شَاة من غنمه فَطلب راعيها فَلَمَّا أدْركهُ لَفظهَا وَأَقْبل عَلَيْهِ فَقَالَ من لَهَا يَوْم السَّبع لَا يكون لَهَا رَاع غَيْرِي فَقَالَ من حوله سُبْحَانَ الله سُبْحَانَ الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِنِّي آمَنت بِهِ أَنا وَأَبُو بكر وَعمر




অনুবাদঃ ১২ - আমাদেরকে খবর দিয়েছেন রাবী' ইবনে সুলাইমান, তিনি বলেছেন: আমাদেরকে বর্ণনা করেছেন শু'আইব ইবনুল লায়স, তিনি তাঁর পিতা থেকে, তিনি উকাইল থেকে, তিনি ইবনে শিহাব থেকে, তিনি সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন:

রাসূলুল্লাহ (সাঃ) সালাত শেষে ফিরে এসে তাঁর সাহাবাদের দিকে মুখ করে বললেন: এক ব্যক্তি একটি গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো সে সেটির পিঠে আরোহণ করবে। তখন গরুটি তার দিকে ফিরে বলল: "নিশ্চয়ই আমাদেরকে এর জন্য সৃষ্টি করা হয়নি। বরং আমাদেরকে তো চাষাবাদের জন্যই সৃষ্টি করা হয়েছে।"

তখন আশেপাশে উপস্থিত লোকেরা বলল: "সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!"

তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন: "নিশ্চয়ই আমি এবং আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ) এতে বিশ্বাস করি।"

আর এক ব্যক্তি তার ভেড়ার পাল নিয়ে ছিল, তখন হঠাৎ একটি নেকড়ে এসে তার পাল থেকে একটি ভেড়া ধরে নিয়ে গেল। রাখাল সেটির পিছু ধাওয়া করল। যখন সে (রাখাল) নেকড়েটির কাছে পৌঁছল, তখন নেকড়েটি ভেড়াটি ছেড়ে দিল এবং রাখালের দিকে ফিরে বলল: "হিংস্র জন্তুর দিনের বেলা কে আছে এর জন্য? আমি ছাড়া এর জন্য আর কোনো রাখাল থাকবে না।"

তখন আশেপাশে উপস্থিত লোকেরা বলল: "সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!"

তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন: "নিশ্চয়ই আমি এবং আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ) এতে বিশ্বাস করি।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]