الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (27)


27 - أخبرنَا عَمْرو بن عُثْمَان قَالَ حَدثنِي مُحَمَّد بن حَرْب عَن الزبيدِيّ عَن الزُّهْرِيّ عَن
وَأَخْبرنِي عَمْرو بن عُثْمَان قَالَ ثَنَا بَقِيَّة عَن الزبيدِيّ قَالَ أَخْبرنِي الزُّهْرِيّ عَن سعيد بن الْمسيب عَن أبي هُرَيْرَة قَالَ بَينا نَحن جُلُوسًا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَينا أَنا نَائِم رَأَيْتنِي فِي الْجنَّة إِذا امْرَأَة تَوَضَّأ إِلَى جَانب الْقصر فَقلت لمن هَذَا الْقصر فَقَالُوا لعمر فَذكرت غيرته فوليت مُدبرا فَبكى عمر وَهُوَ فِي الْمجْلس قَالَ عَلَيْك بِأبي أغار يَا رَسُول الله




অনুবাদঃ ২৭ - আমাদেরকে আমর ইবন উসমান সংবাদ দিয়েছেন, তিনি বলেছেন, আমাকে মুহাম্মাদ ইবন হারব হাদীস বর্ণনা করেছেন, তিনি যুবায়দী থেকে, তিনি যুহরী থেকে।

এবং আমাকে আমর ইবন উসমান সংবাদ দিয়েছেন, তিনি বলেছেন, আমাদেরকে বাকিয়্যাহ হাদীস বর্ণনা করেছেন, তিনি যুবায়দী থেকে, তিনি বলেছেন, আমাকে যুহরী সংবাদ দিয়েছেন, তিনি সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে। তিনি (আবূ হুরায়রা রাঃ) বলেন,

আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট উপবিষ্ট ছিলাম, তখন তিনি বললেন: ‘আমি ঘুমন্ত অবস্থায় নিজেকে জান্নাতে দেখলাম। যখন দেখি একজন মহিলা একটি প্রাসাদের পাশে ওযু করছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, এই প্রাসাদটি কার? তখন তারা বলল, উমারের। তখন উমারের 'গাইরাহ' (আত্মমর্যাদাবোধ/অত্যন্ত ঈর্ষা) স্মরণ করে আমি দ্রুত পিছু ফিরে চলে আসলাম।’

উমার (রাঃ) মজলিসে উপস্থিত থাকা অবস্থায় কেঁদে ফেললেন এবং বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ (সাঃ)! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোন। আমি কি আপনার উপরেও 'গাইরাহ' (ঈর্ষা) প্রকাশ করব?’

[নোটঃ AI দ্বারা অনূদিত]