الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (282)


282 - أخبرنَا عَبدة بن عبد الله قَالَ أَنا يحيى هُوَ ابْن آدم قَالَ أَنا يحيى بن زَكَرِيَّا بن أبي زَائِدَة عَن أَبِيه عَن أبي إِسْحَاق عَن الْأسود بن يزِيد عَن أبي مُوسَى قَالَ قدمت أَنا وَأخي من الْيمن على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَمَكثْنَا حينا وَمَا نحسب ابْن مَسْعُود وَأمه إِلَّا من بَيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من كَثْرَة دُخُولهمْ ولزومهم لَهُ
أَسمَاء بنت عُمَيْس رَضِي الله عَنْهَا




অনুবাদঃ ২৮২ - আমাদেরকে আবদা ইবন আব্দুল্লাহ (রহ.) সংবাদ দিয়েছেন, তিনি বলেন, আমাদেরকে ইয়াহইয়া—তিনি ইবন আদম—জানিয়েছেন, তিনি বলেন, আমাদেরকে ইয়াহইয়া ইবন যাকারিয়্যা ইবন আবী যায়িদা (রহ.) জানিয়েছেন, তাঁর পিতা থেকে, তিনি আবূ ইসহাক থেকে, তিনি আল-আসওয়াদ ইবন ইয়াযীদ থেকে, তিনি আবূ মূসা (রা.) থেকে বর্ণনা করেছেন। তিনি (আবূ মূসা) বলেন, আমি ও আমার ভাই ইয়ামেন থেকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট আগমন করলাম। অতঃপর আমরা কিছুকাল অবস্থান করলাম। তাঁদের ঘন ঘন আসা-যাওয়ার ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে অবিচ্ছিন্নভাবে লেগে থাকার কারণে আমরা ইবন মাসঊদ (রা.) ও তাঁর মাতাকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ মনে করতাম না।

আসমা বিনত উমাইস (রাদিয়াল্লাহু আনহা)।

[নোটঃ AI দ্বারা অনূদিত]