فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
فضائل الصحابة للنسائي (36)
36 - أخبرنَا الْقَاسِم بن زَكَرِيَّا بن دِينَار قَالَ أَنا أَبُو نعيم قَالَ ثَنَا عبد السَّلَام عَن يحيى بن سعيد عَن سعيد بن الْمسيب عَن سعد بن أبي وَقاص أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لعَلي أَنْت مني بِمَنْزِلَة هَارُون من مُوسَى
অনুবাদঃ ৩৬ - আল-কাসিম ইবনে যাকারিয়া ইবনে দীনার আমাদের অবহিত করেছেন, তিনি বলেন, আবূ নু'আইম আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, আবদুস সালাম ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে, তিনি সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে, তিনি সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী (রাঃ)-কে বলেছিলেন: “আপনি আমার নিকট সেই মর্যাদার অবস্থানে আছেন, যেই মর্যাদার অবস্থানে হারূন (আঃ) মূসা (আঃ)-এর নিকট ছিলেন।”
[নোটঃ AI দ্বারা অনূদিত]