الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (37)


37 - أخبرنَا عَليّ بن مُسلم قَالَ ثَنَا يُوسُف بن يَعْقُوب الْمَاجشون أَبُو سَلمَة قَالَ أَخْبرنِي مُحَمَّد بن الْمُنْكَدر عَن سعيد بن الْمسيب قَالَ سَأَلت سعد بن أبي وَقاص فَهَل سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعَلي أَنْت مني بِمَنْزِلَة هَارُون من مُوسَى إِلَّا أَنه لَيْسَ معي أَو بعدِي نَبِي قَالَ نعم سمعته قلت أَنْت سمعته فَأدْخل أصبعيه فِي أُذُنَيْهِ قَالَ نعم وَإِلَّا فاستكتا




অনুবাদঃ ৩৭ - আমাদেরকে খবর দিয়েছেন আলী ইবনু মুসলিম, তিনি বলেন, আমাদেরকে হাদীস শুনিয়েছেন ইউসুফ ইবনু ইয়া'কূব আল-মাজিশূন আবূ সালামাহ, তিনি বলেন, আমাকে খবর দিয়েছেন মুহাম্মাদ ইবনু আল-মুনকাদির, তিনি সাঈদ ইবনু আল-মুসায়্যাব (রহ.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, আপনি কি **রাসূলুল্লাহ (সাঃ)-কে** আলী (রাঃ)-এর উদ্দেশ্যে বলতে শুনেছেন যে, "আপনি আমার নিকট সেই মর্যাদার অধিকারী, হারূন (আঃ) মূসা (আঃ)-এর নিকট যে মর্যাদার অধিকারী ছিলেন। তবে এইটুকুই যে, আমার সাথে বা আমার পরে কোনো নবী নেই।" তিনি বললেন, হ্যাঁ, আমি শুনেছি। আমি বললাম, আপনি নিজেই কি শুনেছেন? তখন তিনি তাঁর দুই আঙ্গুল তাঁর দুই কানে প্রবেশ করালেন এবং বললেন, হ্যাঁ, আর যদি না শুনে থাকি, তবে তা (কান দুটি) বধির হয়ে যাক।

[নোটঃ AI দ্বারা অনূদিত]