الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (38)


38 - أخبرنَا مُحَمَّد بن الْمثنى وَمُحَمّد بن بشار قَالَا أَنا مُحَمَّد قَالَ أَنا شُعْبَة عَن الحكم عَن مُصعب بن سعد عَن سعد قَالَ خلف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَليّ بن أبي طَالب فِي غَزْوَة تَبُوك فَقَالَ يَا رَسُول الله تخلفني فِي النِّسَاء وَالصبيان فَقَالَ أما ترْضى أَن تكون مني بِمَنْزِلَة هَارُون من مُوسَى غير أَنه لَا نَبِي بعدِي




অনুবাদঃ ৩৮ - আমাদেরকে খবর দিয়েছেন মুহাম্মাদ ইবনুল মুছান্না এবং মুহাম্মাদ ইবনে বাশশার, তাঁরা উভয়ে বললেন, আমাদেরকে মুহাম্মাদ (খবর দিয়েছেন), তিনি বললেন, আমাদেরকে শু‘বাহ (খবর দিয়েছেন), আল-হাকাম থেকে, তিনি মুছ‘আব ইবনে সা‘দ থেকে, তিনি সা‘দ (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বললেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবুক যুদ্ধের সময় আলী ইবনে আবী তালিব (রাঃ)-কে (মদীনায়) তাঁর স্থলাভিষিক্ত করে গেলেন। তখন তিনি (আলী রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে মহিলাদের ও শিশুদের মাঝে স্থলাভিষিক্ত করে যাচ্ছেন? তখন তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তুমি আমার নিকট তেমনই মর্যাদার অধিকারী, যেমন হারূন (আঃ)-এর মূসা (আঃ)-এর নিকট ছিলেন? তবে এতটুকু ব্যতীত যে, আমার পরে কোনো নবী নেই।

[নোটঃ AI দ্বারা অনূদিত]