الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (4)


4 - أخبرنَا عَمْرو بن عَليّ عَن عبد الرَّحْمَن قَالَ ثَنَا سُفْيَان عَن الْأَعْمَش عَن عبد الله بن مرّة عَن أبي الْأَحْوَص عَن عبد الله قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنِّي أَبْرَأ إِلَى كل خَلِيل من خلته وَلَو كنت متخذا خَلِيلًا لاتخذت ابْن أبي قُحَافَة خَلِيلًا وَإِن صَاحبكُم خَلِيل الله




অনুবাদঃ ৪. আমর ইবনে আলী আমাদেরকে অবহিত করেছেন, তিনি আব্দুর রহমান থেকে, তিনি বলেছেন, সুফিয়ান আমাদেরকে বর্ণনা করেছেন, তিনি আ'মাশ থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মুররাহ থেকে, তিনি আবুল আহওয়াস থেকে, তিনি আব্দুল্লাহ (ইবনে মাসউদ) থেকে। তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই আমি প্রতিটি খলীলের (অন্তরঙ্গ বন্ধু) সাথে তার এই অন্তরঙ্গ সম্পর্ক (খুল্লাহ) থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি। আর যদি আমি কাউকে খলীল হিসেবে গ্রহণ করতাম, তবে অবশ্যই ইবনে আবী কুহাফাকে (আবু বকর (রা.))-কে খলীল হিসেবে গ্রহণ করতাম। আর নিশ্চয়ই তোমাদের এই সঙ্গী হলেন আল্লাহর খলীল।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]