فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
فضائل الصحابة للنسائي (54)
54 - أخبرنَا مُحَمَّد بن بشار قَالَ أَنا عبد الْوَهَّاب قَالَ أَنا خَالِد عَن عِكْرِمَة عَن أبي هُرَيْرَة قَالَ مَا احتذى النِّعَال وَلَا ركب الكور وَلَا ركب المطايا بعد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل من جَعْفَر بن أبي طَالب
অনুবাদঃ ৫৪ - আমাদের কাছে বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু বাশশার। তিনি বলেন: আমাদের কাছে বর্ণনা করেছেন আব্দুল ওয়াহহাব। তিনি বলেন: আমাদের কাছে বর্ণনা করেছেন খালিদ, ইকরিমা হতে, তিনি আবূ হুরায়রাহ (রাঃ) হতে। তিনি বলেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে জা'ফর ইবনু আবী তালিবের (রাঃ) চেয়ে উত্তম আর কেউ জুতো পরিধান করেনি, অথবা সওয়ারীর পিঠের আসনে আরোহণ করেনি, অথবা বাহনসমূহের উপর আরোহণ করেনি।
[নোটঃ AI দ্বারা অনূদিত]