الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (55)


55 - أخبرنَا أَحْمد بن سُلَيْمَان قَالَ أَنا يزِيد بن هَارُون قَالَ أَنا إِسْمَاعِيل عَن عَامر عَامر قَالَ كَانَ ابْن عمر إِذا سلم على عبد الله بن جَعْفَر قَالَ السَّلَام عَلَيْك يَا ابْن ذِي الجناحين




অনুবাদঃ ৫৫. আহমদ ইবনে সুলাইমান আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, ইয়াযীদ ইবনে হারূন আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, ইসমাঈল আমের থেকে বর্ণনা করেছেন। আমের বলেছেন: ইবনে উমর (রাদিয়াল্লাহু আনহু) যখন আব্দুল্লাহ ইবনে জা’ফরকে সালাম দিতেন, তখন তিনি বলতেন: “আস-সালামু আলাইক, ইয়া ইবনা যিল-জানাহাইন” (আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে দুই ডানার অধিকারীর পুত্র)।

[নোটঃ AI দ্বারা অনূদিত]