فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
6 - أخبرنَا عبد الرَّحْمَن بن إِبْرَاهِيم قَالَ ثَنَا هَارُون قَالَ ثَنَا يزِيد عَن أبي حَازِم عَن أبي هُرَيْرَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أصبح مِنْكُم الْيَوْم صَائِما قَالَ أَبُو بكر أَنا قَالَ فَمن أطْعم الْيَوْم مِسْكينا قَالَ أَبُو بكر أَنا قَالَ فَمن شهد مِنْكُم الْيَوْم جَنَازَة قَالَ أَبُو بكر أَنا قَالَ فَمن عَاد مِنْكُم الْيَوْم مَرِيضا قَالَ أَبُو بكر أَنا
অনুবাদঃ ৬ - আমাদেরকে আব্দুর রহমান ইবনু ইবরাহীম বললেন, তিনি বললেন, হারূন আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বললেন, ইয়াযীদ আবূ হাযিম থেকে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাঃ) বললেন, ‘আজ তোমাদের মধ্যে কে রোযা অবস্থায় সকাল করেছে?’ আবূ বকর (রাঃ) বললেন, ‘আমি।’ তিনি (নবী) বললেন, ‘আজ কে কোনো মিসকীনকে খাবার খাইয়েছে?’ আবূ বকর (রাঃ) বললেন, ‘আমি।’ তিনি বললেন, ‘আজ তোমাদের মধ্যে কে কোনো জানাযায় উপস্থিত হয়েছে?’ আবূ বকর (রাঃ) বললেন, ‘আমি।’ তিনি বললেন, ‘আজ তোমাদের মধ্যে কে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে?’ আবূ বকর (রাঃ) বললেন, ‘আমি।’
[নোটঃ AI দ্বারা অনূদিত]