الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (72)


72 - أخبرنَا زَكَرِيَّا بن يحيى قَالَ ثَنَا إِسْحَاق قَالَ أَنا جرير عَن أبي حَيَّان التَّيْمِيّ يحيى بن سعيد بن حَيَّان عَن يزِيد بن حَيَّان قَالَ انْطَلَقت أَنا وحصين بن سَمُرَة بن عمر بن مُسلم إِلَى زيد بن أَرقم فَجَلَسْنَا إِلَيْهِ فَقَالَ الْحصين يَا زيد حَدثنَا مَا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَمَا شهِدت مَعَه قَالَ قَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِمَاء يدعى خميا فَحَمدَ الله وَأثْنى عَلَيْهِ وَوعظ وَذكر ثمَّ قَالَ أما بعد أَيهَا النَّاس إِنَّمَا أَنا بشر يُوشك أَن يأتيني رَسُول رَبِّي فَأُجِيبَهُ وَإِنِّي تَارِك فِيكُم الثقلَيْن أَولهمَا كتاب الله فِيهِ الْهدى والنور وَمن استمسك بِهِ وَأخذ بِهِ كَانَ على الْهدى وَمن أخطأه وَتَركه كَانَ على الضَّلَالَة وَأهل بَيْتِي أذكركم الله فِي أهل بَيْتِي ثَلَاث مَرَّات قَالَ حُصَيْن فَمن أهل بَيته يَا زيد أَلَيْسَ نساؤه من أهل بَيته قَالَ بلَى إِن نِسَاءَهُ من أهل بَيته وَلَكِن أهل بَيته من حرم الصَّدَقَة قَالَ من هم قَالَ آل عَليّ وَآل عقيل وَآل جَعْفَر وَآل الْعَبَّاس




অনুবাদঃ ৭২ - আমাদেরকে যাকারিয়্যা ইবনু ইয়াহইয়া অবহিত করেছেন। তিনি বলেন, আমাদেরকে ইসহাক বলেছেন। তিনি বলেন, জারীর আমাদেরকে আবূ হাইয়ান আত-তাইমী ইয়াহইয়া ইবনু সাঈদ ইবনু হাইয়ান থেকে, তিনি ইয়াযীদ ইবনু হাইয়ান থেকে বর্ণনা করেছেন।

তিনি (ইয়াযীদ ইবনু হাইয়ান) বলেন, আমি এবং হুসাইন ইবনু সামুরা ইবনু আমর ইবনু মুসলিম, আমরা যাইদ ইবনু আরকামের নিকট গেলাম এবং তাঁর কাছে বসলাম। তখন আল-হুসাইন বললেন, হে যাইদ! আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট থেকে আপনি যা শুনেছেন এবং তাঁর সাথে যা প্রত্যক্ষ করেছেন, তা আমাদের নিকট বর্ণনা করুন।

তিনি (যাইদ) বললেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ‘খুম’ নামক একটি জলাশয়ের নিকট দাঁড়ালেন। এরপর তিনি আল্লাহর প্রশংসা করলেন ও তাঁর মহিমা বর্ণনা করলেন, উপদেশ দিলেন এবং স্মরণ করিয়ে দিলেন। অতঃপর তিনি বললেন, ‘আম্মা বা’দ (অতএব, আল্লাহর প্রশংসা ও গুণাগুণের পর), হে লোকসকল! আমি তো কেবল একজন মানুষ। শীঘ্রই আমার রবের প্রেরিত দূত (অর্থাৎ মৃত্যুর ফিরিশতা) আমার নিকট আগমন করবেন এবং আমি তাঁর ডাকে সাড়া দেব। আর নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে দু’টি ভারী জিনিস (ছাক্বালাঈন) রেখে যাচ্ছি। সেগুলোর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যাতে রয়েছে হিদায়াত ও নূর (আলো)। যে ব্যক্তি তা শক্তভাবে আঁকড়ে ধরবে ও তা গ্রহণ করবে, সে হিদায়াতের ওপর থাকবে; আর যে তাকে পরিত্যাগ করবে ও তাকে এড়িয়ে যাবে, সে থাকবে পথভ্রষ্টতার ওপর। আর (দ্বিতীয়টি হলো) আমার আহলে বাইত (পরিবার-পরিজন)। আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইতের ব্যাপারে – (তিনি এ কথা) তিনবার বললেন।

হুসাইন বললেন, হে যাইদ! তাঁর আহলে বাইত কারা? তাঁর স্ত্রীগণ কি তাঁর আহলে বাইতের অন্তর্ভুক্ত নন?

তিনি (যাইদ) বললেন, হ্যাঁ, অবশ্যই তাঁর স্ত্রীগণ তাঁর আহলে বাইতের অন্তর্ভুক্ত, তবে (এখানে উদ্দেশ্য) হলো ঐ সকল আহলে বাইত যাদের জন্য সাদাকাহ্ (যাকাত বা দান) হারাম করা হয়েছে।

(হুসাইন) জিজ্ঞেস করলেন, তারা কারা? তিনি বললেন, তাঁরা হলেন – আলীর পরিবার, আক্বীলের পরিবার, জাফরের পরিবার এবং আব্বাসের পরিবার।

[নোটঃ AI দ্বারা অনূদিত]