الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (73)


73 - أخبرنَا قُتَيْبَة بن سعيد قَالَ أَنا أَبُو عوَانَة عَن يزِيد بن أبي زِيَاد عَن عبد الله بن الْحَارِث قَالَ حَدثنِي الْمطلب بن ربيعَة بن الْحَارِث ابْن عبد الْمطلب أَن الْعَبَّاس بن عبد الْمطلب دخل على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مغضبا وَأَنا عِنْده فَقَالَ مَا أغضبك قَالَ يَا رَسُول الله مَا لنا ولقريش إِذا تلاقوا بَينهم تلاقوا بِوُجُوه مبشرة وَإِذا لقونا لقونا بِغَيْر ذَلِك فَغَضب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى احمر وَجهه ثمَّ قَالَ وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لَا يدْخل قلب رجل الْإِيمَان حَتَّى يحبكم لله وَلِرَسُولِهِ ثمَّ قَالَ يَا أَيهَا النَّاس من آذَى عمي فقد آذَانِي إِنَّمَا عَم الرجل صنو أَبِيه
عبد الله بن الْعَبَّاس بن عبد الْمطلب حبر الْأمة وعالمها وترجمان الْقُرْآن رَضِي الله عَنهُ




অনুবাদঃ ৭৩ – আমাদের কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ) সংবাদ দিয়েছেন। তিনি বলেন, আমাদের আবূ আওয়ানাহ (রহঃ) [সংবাদ দিয়েছেন] ইয়াযীদ ইবনু আবী যিয়াদ (রহঃ)-এর সূত্রে, তিনি আবদুল্লাহ ইবনু হারিস (রহঃ)-এর সূত্রে। তিনি বলেন, আমাকে মুত্তালিব ইবনু রাবী‘আহ ইবনুল হারিস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) বর্ণনা করেছেন যে, আল-আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) রাগান্বিত অবস্থায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশ করলেন, আর আমি তাঁর নিকটেই ছিলাম।

তিনি (রাসূলুল্লাহ সাঃ) বললেন, "কিসে তোমাকে রাগান্বিত করেছে?" তিনি বললেন, “ইয়া রাসূলাল্লাহ! কুরাইশদের সাথে আমাদের কী হয়েছে? যখন তারা নিজেদের মধ্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে, তখন হাসিখুশি চেহারায় দেখা করে। আর যখন তারা আমাদের সাথে দেখা করে, তখন এর বিপরীত আচরণ করে।”

তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাগান্বিত হলেন, এমনকি তাঁর চেহারা মুবারক লাল হয়ে গেল। অতঃপর তিনি বললেন, “যাঁর হাতে মুহাম্মাদ (সাঃ)-এর প্রাণ, তাঁর শপথ! কোনো ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করবে না, যতক্ষণ না সে তোমাদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসে।”

অতঃপর তিনি বললেন, "হে লোক সকল! যে আমার চাচাকে কষ্ট দিল, সে অবশ্যই আমাকে কষ্ট দিল। কেননা, মানুষের চাচা তার পিতার সমান (বা পিতারই প্রতিচ্ছবি)।"

আবদুল্লাহ ইবনু আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) উম্মতের মহাজ্ঞানী, আলেম এবং কুরআনের ভাষ্যকার (রাদিয়াল্লাহু আনহু)।

[নোটঃ AI দ্বারা অনূদিত]