الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (77)


77 - أخبرنَا عمر بن مُحَمَّد بن الْحسن قَالَ أَنا أبي قَالَ ثَنَا سُلَيْمَان ابْن الْمُغيرَة عَن ثَابت عَن أنس قَالَ لما انْقَضتْ عدَّة زَيْنَب قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا زيد مَا أحد أوثق فِي نَفسِي وَلَا آمن عِنْدِي مِنْك فاذكرها عَليّ فَانْطَلَقت فَإِذا هِيَ تخبز عَجِينهَا فَلَمَّا رَأَيْتهَا عظمت فِي صَدْرِي حَتَّى مَا اسْتَطَعْت أَن أنظر إِلَيْهَا حِين علمت أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذكرهَا فَوليتهَا ظَهْري وَقلت يَا زَيْنَب أَبْشِرِي أَرْسلنِي نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم يذكرك فَقَالَت مَا أَنا بِصَانِعَةٍ شَيْئا حَتَّى أوَامِر رَبِّي فَقَامَتْ إِلَى مَسْجِدهَا وَنزل الْقُرْآن وَجَاء رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَدخل عَلَيْهَا بِغَيْر إِذن




অনুবাদঃ ৭৭ - আমাদেরকে উমার ইবনু মুহাম্মাদ ইবনুল হাসান (রহ.) সংবাদ দিয়েছেন, তিনি বলেন: আমার পিতা আমাদেরকে সংবাদ দিয়েছেন, তিনি বলেন: সুলাইমান ইবনুল মুগীরাহ (রহ.) আমাদের কাছে বর্ণনা করেছেন, সাবিত (রহ.) থেকে, তিনি আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন, তিনি বললেন: যখন যায়নাব (রাদিয়াল্লাহু আনহা)-এর ইদ্দত (প্রতীক্ষার সময়কাল) শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "হে যায়দ! আমার অন্তরে তোমার চেয়ে অধিক বিশ্বস্ত আর কেউ নেই, আর আমার কাছে তোমার চেয়ে নিরাপদও আর কেউ নেই। অতএব, তুমি আমার পক্ষ থেকে তার কাছে প্রস্তাব দাও।" অতঃপর আমি রওনা হলাম। যখন (আমি তার কাছে পৌঁছালাম), তখন তিনি তার আটা দিয়ে রুটি তৈরি করছিলেন। যখন আমি তাকে দেখলাম, তখন আমার অন্তরে তিনি এতই মর্যাদাময়ী ও প্রভাবশালী মনে হলেন যে, আমি তার দিকে তাকাতে পারছিলাম না—যখন আমি জানতে পারলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে উল্লেখ করেছেন (বিয়ে করার ইচ্ছা করেছেন)। তাই আমি তার দিকে পিঠ ফেরালাম এবং বললাম, "হে যায়নাব! সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ্‌র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তোমার কাছে প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন।" তিনি বললেন, "আমি কিছুই করব না, যতক্ষণ না আমি আমার রবের সাথে পরামর্শ করি (তাঁর নির্দেশ জানতে পারি)।" অতঃপর তিনি তাঁর নামাযের স্থানে (মসজিদে) দাঁড়ালেন। আর (এই বিষয়ে) কুরআন নাযিল হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলেন এবং অনুমতি ছাড়াই তাঁর কাছে প্রবেশ করলেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]