الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (83)


83 - أخبرنَا عَمْرو بن يحيى بن الْحَارِث قَالَ أَنا الْمعَافى قَالَ أَنا زُهَيْر قَالَ أَنا مُوسَى بن عقبَة عَن سَالم بن عبد الله عَن عبد الله بن عمر قَالَ أَمر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أُسَامَة فَبَلغهُ أَن النَّاس يعيبون أُسَامَة ويطعنون فِي إمارته فَقَالَ إِنَّكُم تعيبون أُسَامَة وتطعنون فِي إمارته وَقد فَعلْتُمْ ذَلِك بِأَبِيهِ من قبل وَإِن كَانَ لخليقا للإمارة وَإِن كَانَ لأحب النَّاس كلهم إِلَيّ وَإِن ابْنه هَذَا من بعده لأحب النَّاس إِلَيّ فَاسْتَوْصُوا بِهِ خيرا فَإِنَّهُ من خياركم
قَالَ سَالم فَمَا سَمِعت عبد الله بن عمر يحدث هَذَا الحَدِيث قطّ إِلَّا قَالَ مَا حاشا فَاطِمَة
زيد بن عَمْرو بن نفَيْل رَضِي الله عَنهُ




অনুবাদঃ ৮৩ - আমাদের খবর দিয়েছেন আমর ইবন ইয়াহইয়া ইবন আল-হারিস, তিনি বলেছেন: আমাকে জানিয়েছেন আল-মুআফা, তিনি বলেছেন: আমাকে জানিয়েছেন যুহাইর, তিনি বলেছেন: আমাকে জানিয়েছেন মূসা ইবন উকবা, তিনি সালিম ইবন আবদুল্লাহ থেকে, তিনি আবদুল্লাহ ইবন উমার (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা-কে (সেনা বা দলের) দায়িত্ব দিলেন। অতঃপর তাঁর কাছে খবর পৌঁছাল যে লোকেরা উসামা-কে দোষারোপ করছে এবং তার নেতৃত্বে (ইমারতে) কটূক্তি করছে। তখন তিনি বললেন: "তোমরা উসামার সমালোচনা করছো এবং তার নেতৃত্বে কটূক্তি করছো, অথচ তোমরা এর পূর্বেও তার পিতার (যায়েদের) ক্ষেত্রে এমনটিই করেছো। নিঃসন্দেহে সে (যায়েদ) নেতৃত্বের যোগ্য ছিল এবং সে ছিল সমস্ত মানুষের মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয়। আর তার এই পুত্রও (উসামা) তার পরে মানুষের মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয়। সুতরাং তোমরা তার সাথে উত্তম আচরণের উপদেশ গ্রহণ করো, কারণ সে তোমাদের মধ্যে উত্তমদের অন্তর্ভুক্ত।"

সালিম বলেন: আমি কখনোই আবদুল্লাহ ইবন উমার-কে এই হাদীস বর্ণনা করতে শুনিনি, তবে তিনি (শেষে) বলেছেন: "ফাতেমা ব্যতীত।"

যায়েদ ইবন আমর ইবন নুফাইল রাদিয়াল্লাহু আনহু।

[নোটঃ AI দ্বারা অনূদিত]