الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (96)


96 - أخبرنَا حميد بن مسْعدَة فِي حدثيه عَن بشر بن الْمفضل قَالَ أَنا خَالِد
وَأخْبرنَا قُتَيْبَة بن سعيد قَالَ أَنا ابْن أبي عدي عَن خَالِد وَقَالَ أَبُو قلَابَة قَالَ أنس قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لكل أمة أَمِين وَإِن أميننا أيتها الْأمة أَبُو عُبَيْدَة بن الْجراح




অনুবাদঃ ৯৬ - আমাদের জানিয়েছেন হুমাইদ ইবনু মাসআদা তাঁর বর্ণনায় বিশর ইবনুল মুফাদ্দাল-এর সূত্রে, তিনি বলেন: আমাকে খালিদ জানিয়েছেন। আর আমাদের জানিয়েছেন কুতাইবাহ ইবনু সাঈদ, তিনি বলেন: আমাকে ইবনু আবী আদী খালিদ-এর সূত্রে জানিয়েছেন। আর আবূ কিলাবাহ বলেন, আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "প্রত্যেক উম্মতের একজন আমীন (বিশ্বস্ত ব্যক্তি) আছে। আর হে উম্মত! নিশ্চয়ই আমাদের আমীন হলেন আবূ উবাইদাহ ইবনুল জাররাহ।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]