فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
95 - أخبرنَا نصر بن عَليّ بن نصر وَإِسْمَاعِيل بن مَسْعُود عَن خَالِد قَالَ ثَنَا شُعْبَة أَن أَبَا إِسْحَاق أخْبرهُم قَالَ سَمِعت صلَة بن زفر يَقُول سَمِعت حُذَيْفَة ذكر أهل نَجْرَان أَتَوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا ابْعَثْ علينا رجلا أَمينا قَالَ لَأَبْعَثَن عَلَيْكُم رجلا أَمينا حق أَمِين فاستشرف لَهَا أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَبعث أَبَا عُبَيْدَة
অনুবাদঃ ৯৫ - আমাদের কাছে সংবাদ দিয়েছেন নসর ইবনে আলী ইবনে নসর এবং ইসমাঈল ইবনে মাসঊদ, খালিদ হতে। তিনি (খালিদ) বলেছেন, আমাদের কাছে বর্ণনা করেছেন শু’বা যে, আবু ইসহাক তাদেরকে অবহিত করেছেন। তিনি বলেন, আমি সিলাহ ইবনে যুফারকে বলতে শুনেছি, আমি হুযাইফা (রা.)-কে বলতে শুনেছি যে, তিনি নাজরানের লোকদের কথা উল্লেখ করেছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসেছিল। অতঃপর তারা বলল, 'আমাদের ওপর এমন একজন লোক প্রেরণ করুন যিনি আমানতদার (বিশ্বস্ত)।'
তিনি (রাসূলুল্লাহ সাঃ) বললেন, ‘আমি অবশ্যই তোমাদের উপর এমন একজন লোক প্রেরণ করব, যিনি আমানতদার, বাস্তবিকই তিনি আমানতদার।’
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাহাবীগণ এই পদের জন্য উন্মুখ হয়ে উঠলেন (আকাঙ্ক্ষা প্রকাশ করলেন)। অতঃপর তিনি আবূ উবাইদাহ (রা.)-কে প্রেরণ করলেন।
[নোটঃ AI দ্বারা অনূদিত]