شرح مشكل الآثار
Sharhu Mushkilil-Asar
শারহু মুশকিলিল-আসার
7 - وَهُوَ مَا حَدَّثَنَا يُونُسُ , عَنْ بِشْرِ بْنِ بَكْرٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنِ ابْنِ شِهَابٍ , أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُسْتَتِرَةٌ بِقِرَامٍ فِيهِ صُورَةٌ , فَهَتَكَهُ , ثُمَّ قَالَ: " إنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُشَبِّهُونَ بِخَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ ". فَكَانَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ الْجِنْسَ الْمَذْكُورَ فِيهِ هُوَ أَشَدُّ النَّاسِ عَذَابًا. فَإِنْ كَانَ هَذَا ثَابِتًا، فَهُوَ مُخَالِفٌ لِلْأَوَّلِ , وَحَاشَ لِلَّهِ أَنْ يَجْرِيَ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا هُوَ كَذَلِكَ , فَتَأَمَّلْنَاهُ مِنْ غَيْرِ هَذِهِ الرِّوَايَةِ.
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে এমন অবস্থায় প্রবেশ করলেন যখন আমি ছবিযুক্ত একটি পর্দা দিয়ে (নিজেকে) আবৃত করে রেখেছিলাম। তখন তিনি সেটা ছিঁড়ে ফেললেন। এরপর তিনি বললেন: "নিশ্চয় কিয়ামতের দিন সেইসব লোকদের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহ তাআলা ও মহিমান্বিত সত্তার সৃষ্টির অনুরূপ কিছু তৈরি করার চেষ্টা করে (বা তাঁর সৃষ্টির সাথে সাদৃশ্য রাখে)।"
সুতরাং এই হাদীসে বলা হয়েছে যে, উল্লিখিত এই শ্রেণীভুক্ত লোকেরাই হলো সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী। যদি এই [হাদীসের পাঠ] নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়, তবে এটি পূর্বের [হাদীসের] বিরোধী। আর আল্লাহ তাআলার আশ্রয় চাই যে, তাঁর রাসূলের যবানে এমন কিছু উচ্চারিত হোক যা বস্তুত সেরূপ [বিপরীত]। অতএব, আমরা এই বর্ণনাটি ছাড়া অন্য বর্ণনা দ্বারা [বিষয়টি] পর্যালোচনা করলাম।
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح عل شرط مسلم.