شرح مشكل الآثار
Sharhu Mushkilil-Asar
শারহু মুশকিলিল-আসার
209 - حَدَّثَنَا إبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إسْمَاعِيلَ يَعْنِي ابْنَ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، أَنَّ عُمَرَ كَبَّرَ عَلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ أَرْبَعًا , ثُمَّ أَرْسَلَ إلَى أَزْوَاجِ النَّبِيِّ عَلَيْهِ السَّلَامُ مَنْ يُدْخِلُ هَذِهِ قَبْرَهَا قُلْنَ: مَنْ كَانَ يَدْخُلُ عَلَيْهَا فِي حَيَاتِهَا وَقَالَ: كَانَ رَسُولُ اللهِ عَلَيْهِ السَّلَامُ يَقُولُ: " أَسْرَعُكُنَّ بِي لِحَاقًا أَطْوَلُكُنَّ يَدًا " فَكُنَّ يَتَطَاوَلْنَ بِأَيْدِيهِنَّ وَإِنَّمَا كَانَ ذَلِكَ أَنَّهَا كَانَتْ صَنَاعًا يَعْنِي بِمَا يُقِيمُ فِي سَبِيلِ اللهِ
অনুবাদঃ আব্দুর রহমান ইবনে আবযা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
যে, উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যায়নাব বিনতে জাহশ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর জানাযার সালাতে চারবার তাকবীর বলেছিলেন। এরপর তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রীদের কাছে এই মর্মে বার্তা পাঠালেন যে, "কে এই (যায়নাব)-কে তার কবরে নামাবে?"
তাঁরা (উম্মাহাতুল মু’মিনীনগণ) বললেন, "যে ব্যক্তি তার জীবদ্দশায় তার কাছে প্রবেশ করত (অর্থাৎ, তার মাহরাম ব্যক্তিগণ)।"
আর তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেন, "তোমাদের মধ্যে আমার সাথে দ্রুত মিলিত হবে সে, যার হাত সবচেয়ে লম্বা।"
ফলে তাঁরা (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রীগণ) নিজেদের হাত লম্বা করে মাপতে শুরু করলেন। অথচ এর দ্বারা উদ্দেশ্য ছিল এই যে, (যায়নাব রাঃ) ছিলেন একজন কর্মী (অর্থাৎ, তিনি নিজ হাতে কাজ করতেন) এবং যা উপার্জন করতেন, তা আল্লাহর পথে ব্যয় করতেন।