المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
1201 - وَعَن الشّعبِيّ عَن النُّعْمَان بن بشير قَالَ، سمعته يَقُول، سَمِعت
رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ يَقُول - وأهوى النُّعْمَان بإصبعيه إِلَى أُذُنَيْهِ -: " إِن الْحَلَال بيِّن و [إِن] الْحَرَام بيِّن، وَبَينهمَا أُمُور مُشْتَبهَات لَا يعلمهُنَّ كثير من النَّاس، فَمن اتَّقَى الشُّبُهَات اسْتَبْرَأَ لدينِهِ وَعرضه، وَمن وَقع فِي الشُّبُهَات وَقع فِي الْحَرَام، كَالرَّاعِي يرْعَى حول الْحمى يُوشك أَن يرتع فِيهِ. أَلا وَإِن لكل ملك حمى، أَلا وَإِن حمى الله مَحَارمه. أَلا وَإِن فِي الْجَسَد مُضْغَة إِذا صلحت صلح الْجَسَد كُله، وَإِذا فَسدتْ فسد الْجَسَد كُله، أَلا وَهِي الْقلب ".
অনুবাদঃ নূ‘মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি— আর নূ‘মান (রা.) তাঁর দু’আঙ্গুল নিজের কানের দিকে ইঙ্গিত করলেন: "নিশ্চয় হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর এ দু'য়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়াবলি (মুশতাবাহাত), যা বহু মানুষ জানে না। অতএব, যে ব্যক্তি সন্দেহজনক বিষয়াবলি থেকে দূরে থাকে, সে তার দ্বীন ও মান-সম্মান রক্ষা করে নিল। আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়াবলিতে পতিত হলো, সে হারামে পতিত হলো। যেমন রাখাল কোনো সংরক্ষিত এলাকার আশেপাশে (পশু) চরায়, সে যেকোনো সময় তাতে প্রবেশ করতে পারে। জেনে রাখো! প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা (হিমা) আছে। জেনে রাখো! আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাঁর হারামকৃত বিষয়াবলি। জেনে রাখো! শরীরের মধ্যে এক টুকরা গোশতের দলা আছে। যখন তা ভালো হয়ে যায়, তখন পুরো শরীরই ভালো হয়ে যায়। আর যখন তা নষ্ট হয়ে যায়, তখন পুরো শরীরই নষ্ট হয়ে যায়। জেনে রাখো! সেটি হলো ক্বালব (হৃদয়)।"