الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1202)


1202 - وَعَن أبي هُرَيْرَة، أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " اجتنبوا السَّبع الموبقات، قيل يَا رَسُول الله! وَمَا هن؟ قَالَ: الشّرك بِاللَّه، وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ، وَأكل مَال الْيَتِيم، وَأكل الرِّبَا، والتولي يَوْم الزَّحْف، وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات ".




অনুবাদঃ আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় (মুবিকাত) থেকে বিরত থাকো।” জিজ্ঞেস করা হলো, “ইয়া রাসূলুল্লাহ! সেগুলো কী কী?” তিনি বললেন: “আল্লাহর সাথে শিরক করা; আল্লাহ যে জীবনকে (হত্যা করা) হারাম করেছেন, তাকে অন্যায়ভাবে হত্যা করা; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; সূদ (রিবা) ভক্ষণ করা; যুদ্ধের দিন (রণক্ষেত্র থেকে) পলায়ন করা; এবং সতী-সাধ্বী, সরলমনা (অসতর্ক) মুমিন নারীদের প্রতি অপবাদ দেওয়া।”