المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1203)
1203 - وَعَن الْمُغيرَة بن شُعْبَة أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " إِن الله عَزَّ وَجَلَّ حرم عَلَيْكُم عقوق الْأُمَّهَات، ووأد الْبَنَات، ومنعاً وهات، وَكره لكم ثَلَاثًا: قيل وَقَالَ، وَكَثْرَة السُّؤَال، وإضاعة المَال ".
অনুবাদঃ মুগীরাহ ইবনু শু‘বাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তোমাদের উপর মায়ের অবাধ্যতা (বা অসদাচরণ), কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এবং (অন্যকে প্রাপ্য জিনিস দিতে) বারণ করা ও (নিজের জন্য অন্যায়ভাবে) চাইতে থাকা—এই সব হারাম করেছেন। আর তিনি তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন: অনর্থক কথা বলা ও গুজব ছড়ানো (ক্বীলা ওয়া ক্বালা), অধিক প্রশ্ন করা (বা ভিক্ষা করা), এবং সম্পদ নষ্ট করা।"