الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1217)


1217 - وَعَن أبي هُرَيْرَة، قَالَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ: " مَا من مَوْلُود إِلَّا يُولد عَلَى الْفطْرَة، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ، ويمجسانه كَمَا تنْتج الْبَهِيمَة بَهِيمَة جَمْعَاء هَل تُحِسُّونَ فِيهَا من جَدْعَاء؟ ثمَّ يَقُول أَبُو هُرَيْرَة: واقرؤا إِن شِئْتُم {فطْرَة الله الَّتِي فطر النَّاس عَلَيْهَا لَا تَبْدِيل لخلق الله} الْآيَة ".




অনুবাদঃ আবু হুরায়রাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রত্যেক নবজাতকই ফিতরাতের (সহজাত শুদ্ধ স্বভাবের) ওপর জন্মগ্রহণ করে। এরপর তার বাবা-মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক (মাজুসী) বানায়। এ উদাহরণ ঠিক সেরকম, যেমন পশু কোনো পূর্ণাঙ্গ পশুকে জন্ম দেয়। তাতে কি তোমরা কোনো কাটা অঙ্গবিশিষ্ট (খুঁত) দেখতে পাও?” এরপর আবু হুরায়রাহ্ (রাঃ) বলেন: “তোমরা যদি চাও, তবে এই আয়াতটি পড়ো: ‘আল্লাহর ফিতরাত (স্বভাব) যার ওপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই...’ আয়াতটি।”