الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1216)


1216 - وَعنهُ حَدثنَا رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ، وَهُوَ الصَّادِق المصدوق: " إِن أحدكُم يُجمع خلقه فِي بطن أمه أَرْبَعِينَ يَوْمًا نُطْفَة، ثمَّ يكون فِي ذَلِك علقَة مثل ذَلِك، ثمَّ يكون فِي ذَلِك مُضْغَة مثل ذَلِك، ثمَّ يُرسل الْملك فينفخ فِيهِ الرّوح وَيُؤمر بِأَرْبَع كَلِمَات: بكتب رزقه وأجله، وَعَمله، وشقي أَو سعيد. فوالذي لَا إِلَه غَيره! إِن أحدكُم ليعْمَل بِعَمَل أهل الْجنَّة حَتَّى مَا يكون بَينه وَبَينهَا إِلَّا ذِرَاع فَيَسْبق عَلَيْهِ الْكتاب فَيعْمل بِعَمَل أهل النَّار فيدخلها. وَإِن أحدكُم ليعْمَل بِعَمَل أهل النَّار
حَتَّى مَا يكون بَينه وَبَينهَا إِلَّا ذِرَاع فَيَسْبق عَلَيْهِ الْكتاب فَيعْمل بِعَمَل أهل الْجنَّة فيدخلها ".




অনুবাদঃ এবং তাঁর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, আর তিনি (রাসূল) হলেন সত্যবাদী ও সত্য বলে স্বীকৃত:

"নিশ্চয় তোমাদের কারো সৃষ্টি চল্লিশ দিন ধরে তার মাতৃগর্ভে নুতফা (শুক্ররূপে) জমা হয়। এরপর সেই রকম সময়ে তা আলাকা (জমাট রক্তপিণ্ডে) পরিণত হয়। এরপর সেই রকম সময়ে তা মুদগাহ (মাংসপিণ্ডে) পরিণত হয়। এরপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন এবং তাতে রূহ (প্রাণ) ফুঁকে দেওয়া হয় এবং তাকে চারটি বিষয় লেখার নির্দেশ দেওয়া হয়: তার রিযক (জীবিকা), তার আয়ু (আজল), তার আমল (কর্ম), এবং সে হতভাগ্য নাকি ভাগ্যবান হবে তা লেখার জন্য।

অতএব, সেই সত্তার শপথ, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ (উপাস্য) নেই! নিশ্চয় তোমাদের মধ্যে কেউ কেউ জান্নাতবাসীদের মতো আমল করতে থাকে, এমনকি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে, এমন সময় তার উপর তাকদীর (ভাগ্যলিপি) অগ্রগামী হয়। তখন সে জাহান্নামীদের মতো কাজ করে এবং তাতে প্রবেশ করে। আর নিশ্চয় তোমাদের মধ্যে কেউ কেউ জাহান্নামবাসীদের মতো আমল করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে, এমন সময় তার উপর তাকদীর (ভাগ্যলিপি) অগ্রগামী হয়। তখন সে জান্নাতবাসীদের মতো কাজ করে এবং তাতে প্রবেশ করে।"