الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1226)


1226 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " إيَّاكُمْ وَالْجُلُوس بالطرقات، قَالُوا: يَا رَسُول الله! مَا لنا بُد من مجالسنا نتحدث فِيهَا! قَالَ رَسُول
الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ: [إِذا أَبَيْتُم إِلَّا الْمجْلس فاعطوا] الطَّرِيق حَقه قَالُوا: وَمَا حَقه؟ قَالَ: غض الْبَصَر، وكف الْأَذَى، ورد السَّلَام، وَالْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر ".




অনুবাদঃ আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমরা পথে-ঘাটে বসা থেকে বিরত থাকো।"
তাঁরা বললেন, "হে আল্লাহর রাসূল! আমাদের জন্য আমাদের মজলিসগুলো অপরিহার্য, যেখানে আমরা আলোচনা করি।"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যদি তোমরা বসতেই চাও, তবে রাস্তার হক আদায় করো।"
তাঁরা বললেন, "রাস্তার হক কী?"
তিনি বললেন, "দৃষ্টি নিম্নগামী করা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেওয়া, সৎকাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা।"