المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1252)
1252 - وَعَن أبي هُرَيْرَة رَضِيَ اللَّهُ عَنْه عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " رغم أَنفه! ثمَّ رغم أَنفه! [ثمَّ رغم أَنفه! قيل من يَا رَسُول الله؟ قَالَ:] من أدْرك أَبَوَيْهِ عِنْد الْكبر - أَحدهمَا أَو كليهمَا - فَلم يدْخل الْجنَّة ".
অনুবাদঃ আবূ হুরায়রাহ্ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তার নাক ধূলিধূসরিত হোক! তার নাক ধূলিধূসরিত হোক! [তার নাক ধূলিধূসরিত হোক!]” জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রাসূল! কে সে? তিনি বললেন: "যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা-মাতা—তাদের মধ্যে একজন অথবা উভয়কে পেলো, কিন্তু (তাদের খেদমত করে) জান্নাতে প্রবেশ করতে পারলো না।"