المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
1277 - وَعَن أم سَلمَة أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " سَتَكُون أُمَرَاء فتعرفون وتنكرون! فَمن عرف برِئ، وَمن أنكر سلم، وَلَكِن من رَضِي وتابع، فَقَالُوا: أَفلا نقاتلهم؟ قَالَ: لَا، مَا صلوا ".
অনুবাদঃ উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “শীঘ্রই এমন কিছু শাসক আসবে, যাদের কিছু কাজ তোমরা ভালো জানবে এবং কিছু কাজ মন্দ জানবে। অতএব, যে ব্যক্তি (খারাপ কাজটি) চিনল (অর্থাৎ অন্তরে ঘৃণা করল), সে দায়মুক্ত হলো। আর যে ব্যক্তি (তা) অস্বীকার করল (বা প্রতিবাদ জানাল), সে নিরাপদ থাকল। কিন্তু যে ব্যক্তি (তাদের মন্দ কাজে) সন্তুষ্ট থাকল এবং অনুসরণ করল (সে বিপথগামী হলো)।” সাহাবীগণ বললেন: “আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না?” তিনি বললেন: “না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবে।”