الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1278)


1278 - وَعَن أبي هُرَيْرَة رَضِيَ اللَّهُ عَنْه أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " [إِذا سافرتم فِي الخصب فأعطوا الْإِبِل حظها من الأَرْض، وَإِذا سافرتم فِي السّنة فبادروا بهَا نِقْيها] وَإِذا عرستم فَاجْتَنبُوا الطَّرِيق، فَإِنَّهَا طرق الدَّوَابّ ومأوى الْهَوَام.




অনুবাদঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যখন তোমরা শস্য-শ্যামল (প্রাচুর্যময়) সময়ে সফর করবে, তখন উটকে (জমিন থেকে) তার প্রাপ্য অংশ দাও (যাতে সে পেট ভরে ঘাস খেতে পারে)। আর যখন তোমরা দুর্ভিক্ষের সময়ে সফর করবে, তখন দ্রুত চলো এবং সেগুলোর (উটগুলোর) জীবনীশক্তি ফুরিয়ে যাওয়ার আগেই গন্তব্যে পৌঁছাও। আর যখন তোমরা রাতে বিশ্রাম নেবে (বা থামবে), তখন পথ পরিহার করো। কারণ, এই পথ হচ্ছে চতুষ্পদ জন্তুদের চলার পথ এবং বিষাক্ত কীট-পতঙ্গের আশ্রয়স্থল।"