الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (16)


16 - عَن الْبَراء قَالَ: " أمرنَا رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ بِسبع ونهانا عَن سبع، أمرنَا بِاتِّبَاع الْجَنَائِز، وعيادة الْمَرِيض، وَإجَابَة الدَّاعِي، وَنصر الْمَظْلُوم، وإبرار الْقسم، ورد السَّلَام، وتشميت الْعَاطِس، ونهانا عَن آنِية الْفضة، وَخَاتم الذَّهَب، وَالْحَرِير، والديباج، والقسي، والإستبرق " وَلم يذكر السَّابِع. مُتَّفق عَلَيْهِ، وَهَذَا لفظ البُخَارِيّ. وَفِي لفظ مُسلم " وَعَن شرب بِالْفِضَّةِ ".




অনুবাদঃ আল-বারাআ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন: জানাযার অনুসরণ করতে, অসুস্থকে দেখতে যেতে, দাওয়াতকারীর ডাকে সাড়া দিতে, মজলুমকে সাহায্য করতে, কসম পূরণ করতে, সালামের জবাব দিতে এবং হাঁচিদাতার জন্য দু’আ করতে। আর তিনি আমাদেরকে নিষেধ করেছেন: রূপার পাত্র (ব্যবহার করতে), স্বর্ণের আংটি, রেশম, দিবায, ক্বাসী এবং ইস্তাবরাক (ব্যবহার বা পরিধান করতে)। বর্ণনাকারী সপ্তমটির কথা উল্লেখ করেননি। (মুসলিমের বর্ণনায় এসেছে: এবং রূপার পাত্রে পান করতে।)