المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (22)
22 - وَعَن جَابر بن عبد الله رَضِيَ اللَّهُ عَنْهما فِي حَدِيث لَهُ أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " أوك سقاك، وَاذْكُر اسْم الله، وخمر إناءك، وَاذْكُر اسْم الله، وَلَو أَن تعرض عَلَيْهِ عودا " مُتَّفق عَلَيْهِ.
অনুবাদঃ জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি এক হাদীসে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "তোমার মশকের মুখ বাঁধো, আর আল্লাহর নাম স্মরণ করো। তোমার পাত্র ঢেকে রাখো, আর আল্লাহর নাম স্মরণ করো, যদিও তার উপর শুধু একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দাও।" (মুত্তাফাকুন আলাইহি)