الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (52)


52 - وَعَن نعيم المجمر قَالَ: " رَأَيْت أَبَا هُرَيْرَة رَضِيَ اللَّهُ عَنْه يتَوَضَّأ فَغسل وَجهه فأسبغ الْوضُوء، ثمَّ غسل يَده الْيُمْنَى حَتَّى أشرع فِي الْعَضُد، ثمَّ غسل يَده الْيُسْرَى حَتَّى أشرع فِي الْعَضُد، ثمَّ مسح رَأسه، ثمَّ غسل رجله الْيُمْنَى حَتَّى أشرع فِي السَّاق، ثمَّ غسل رجله الْيُسْرَى حَتَّى أشرع فِي السَّاق، ثمَّ
قَالَ: هَكَذَا رَأَيْت رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ يتَوَضَّأ، وَقَالَ: قَالَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ: أَنْتُم الغرّ المحجلون يَوْم الْقِيَامَة من إسباغ الْوضُوء فَمن اسْتَطَاعَ مِنْكُم فليطل غرته وتحجيله " رَوَاهُ مُسلم.




অনুবাদঃ নু'আইম আল-মুজমির থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহুকে ওযু করতে দেখেছি। তিনি তাঁর চেহারা ধৌত করলেন এবং উত্তমভাবে ওযু সম্পন্ন করলেন। এরপর তিনি তাঁর ডান হাত ধৌত করলেন কাঁধের মাঝামাঝি পর্যন্ত, অতঃপর তিনি তাঁর বাম হাত ধৌত করলেন কাঁধের মাঝামাঝি পর্যন্ত। এরপর তিনি তাঁর মাথা মাসাহ্ করলেন। অতঃপর তিনি তাঁর ডান পা ধৌত করলেন সাক (গোছালি) পর্যন্ত, এরপর তিনি তাঁর বাম পা ধৌত করলেন সাক পর্যন্ত। অতঃপর তিনি বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই ওযু করতে দেখেছি। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা কিয়ামতের দিন ওযুর পূর্ণতার কারণে উজ্জ্বল মুখমণ্ডল ও উজ্জ্বল অঙ্গ-প্রত্যঙ্গ বিশিষ্ট (আল-গুর্রুল মুহাজ্জালুন) হবে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতা (গুররাহ) ও ঔজ্জ্বল্য (তাহজীল) বৃদ্ধি করতে সক্ষম, সে যেন তা করে।”