المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
1178 - [وَعَن أبي هُرَيْرَة عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ] قَالَ: " بَيْنَمَا امْرَأَتَانِ مَعَهُمَا ابناهما، جَاءَ الذِّئْب فَذهب بِابْن إِحْدَاهمَا، فَقَالَت هَذِه لصاحبتها: إِنَّمَا ذهب بابنك أَنْت، وَقَالَت الْأُخْرَى: إِنَّمَا ذهب بابنك، فتحاكما إِلَى دَاوُد فَقَضَى بِهِ للكبرى، فخرجنا عَلَى سُلَيْمَان بن دَاوُد عَلَيْهِمَا السَّلَام فأخبرتاه فَقَالَ: إيتوني بالسكين أشقه بَيْنكُمَا! فَقَالَت الصُّغْرَى: لَا، يَرْحَمك الله هُوَ ابْنهَا! فَقَضَى بِهِ للصغرى وَقَالَ: قَالَ أَبُو هُرَيْرَة: وَالله إِن سَمِعت بالسكين قطّ إِلَّا يَوْمئِذٍ، مَا كُنَّا نقُول إِلَّا: المدية " مُتَّفق عَلَيْهِمَا. وَاللَّفْظ لمُسلم، وَقَالَ البُخَارِيّ: " لَا تفعل يَرْحَمك الله ".
অনুবাদঃ আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: একদা দুই মহিলা তাদের দুই সন্তানসহ ছিল। এমন সময় একটি নেকড়ে এসে তাদের একজনের সন্তানকে নিয়ে চলে গেল। তখন একজন মহিলা তার সঙ্গিনীকে বলল: নেকড়েটি তোমার সন্তানকে নিয়ে গেছে। আর অপরজন বলল: বরং সে তোমার সন্তানকে নিয়ে গেছে। অতঃপর তারা বিচারক হিসেবে দাঊদ আলাইহিস সালাম-এর নিকট গেল। তিনি শিশুটিকে বড় মহিলাটির পক্ষে ফয়সালা দিলেন। তারা (সেখান থেকে) বের হয়ে সুলাইমান ইবনু দাঊদ আলাইহিমাস সালাম-এর নিকট গেল এবং তাঁকে ঘটনাটি জানাল। তিনি বললেন: আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, আমি এটিকে তোমাদের দু'জনের মাঝে ভাগ করে দেব। তখন ছোট মহিলাটি বলল: না! আল্লাহ আপনার প্রতি রহম করুন, সে তার সন্তান! এরপর তিনি শিশুটিকে ছোট মহিলাটির পক্ষে ফয়সালা দিলেন। আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন: আল্লাহর কসম, ঐ দিন ছাড়া আমি কখনো ‘সিক্কীন’ (ছুরির আরবি) শব্দটি শুনিনি। আমরা (সাধারণত) শুধু ‘আল-মিদইয়াহ্’ বলতাম।