الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1184)


1184 - وَعَن سماك، عَن عَلْقَمَة بن وَائِل، عَن أَبِيه قَالَ: " جَاءَ رجل من حَضرمَوْت وَرجل من كِنْدَة إِلَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَقَالَ الْحَضْرَمِيّ: يَا رَسُول الله! إِن هَذَا [قد] غلبني عَلَى أَرض لي كَانَت لأبي، فَقَالَ الْكِنْدِيّ: هِيَ أرضي فِي يَدي أزرعها لَيْسَ لَهُ فِيهَا حق. فَقَالَ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ للحضرمي: أَلَك بَيِّنَة؟ قَالَ: لَا قَالَ: فلك يَمِينه. قَالَ: يَا رَسُول الله! إِن الرجل فَاجر لَا يُبَالِي عَلَى مَا حلف عَلَيْهِ وَلَيْسَ يتورع [من شَيْء] ؟ فَقَالَ: لَيْسَ لَك مِنْهُ إِلَّا ذَلِك! فَانْطَلق ليحلف فَقَالَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ لما أدبر: أما لَئِن حلف عَلَى مَاله ليأكله ظلما ليلقين الله وَهُوَ عَنهُ معرض ".




অনুবাদঃ ওয়াইল ইবনু হুজর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা হাদরামাউতের এক ব্যক্তি এবং কিনদাহ গোত্রের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল। হাদরামাউতের লোকটি বলল, "হে আল্লাহর রাসূল! এই লোকটি আমার একটি জমি জবরদখল করে নিয়েছে, যা আমার বাবার ছিল।" কিনদাহ গোত্রের লোকটি বলল, "এটি আমার জমি, যা আমার দখলে আছে এবং আমি তাতে চাষ করি। এতে তার কোনো অধিকার নেই।" তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরামাউতের লোকটিকে বললেন, "তোমার কি কোনো প্রমাণ (বায়্যিনাহ) আছে?" সে বলল, "না।" তিনি বললেন, "তাহলে তোমার জন্য তার কসম (শপথ) রয়েছে।" সে বলল, "হে আল্লাহর রাসূল! লোকটি ফাসেক (পাপী)। সে কীসের ওপর কসম খেল, সে বিষয়ে তার কোনো পরোয়া নেই এবং সে কোনো কিছু থেকে বিরত থাকে না (তাক্বওয়া রাখে না)?" তিনি বললেন, "তার থেকে এর (কসমের) বাইরে তোমার আর কিছুই পাওয়ার নেই।" অতঃপর লোকটি কসম করার জন্য চলে গেল। যখন সে চলে যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "সাবধান! যদি সে অন্যায়ভাবে কারও সম্পদ গ্রাস করার জন্য কসম করে, তবে কিয়ামতের দিন সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যে, আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে রাখবেন (তার প্রতি অসন্তুষ্ট থাকবেন)।"