المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
126 - وَعَن أم سَلمَة زوج النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَت: " يَا رَسُول الله إِنِّي امْرَأَة أَشد ضفر رَأْسِي أفأنقضه لغسل الْجَنَابَة؟ قَالَ لَا إِنَّمَا يَكْفِيك أَن تحثي عَلَى رَأسك ثَلَاث حثيات ثمَّ تفيضين عَلَيْك المَاء فتطهرين ". وَفِي رِوَايَة: " أفأنقضه للحيضة والجنابة؟ فَقَالَ لَا ". رَوَاهُ مُسلم.
অনুবাদঃ উম্মু সালামাহ (রাদিয়াল্লাহু আনহা), যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেন: আমি বললাম, “ইয়া রাসূলাল্লাহ! আমি আমার মাথার বেণী শক্ত করে বেঁধে রাখি। আমি কি জানাবাতের (গোসলের) জন্য তা খুলে ফেলব?” তিনি বললেন, “না। তোমার জন্য এটুকুই যথেষ্ট যে তুমি তোমার মাথার ওপর তিনবার পানি ঢালবে (অর্থাৎ তিন অঞ্জলি বা তিন আঁজলা পানি দেবে), অতঃপর তোমার সারা শরীরে পানি প্রবাহিত করবে। তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে।”
আরেক বর্ণনায় আছে: “আমি কি হায়েজ (মাসিক) ও জানাবাতের জন্য তা খুলে ফেলব?” তিনি বললেন, “না।”
(মুসলিম শরীফ)।