ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ
62 - قَالَ: أَنْشَدَنَا أَبُو عَلِيٍّ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْحُسَيْنِيُّ الرَّيْدِيُّ الْمَعْرُوفُ بِابْنِ حَمْزَةَ الْكُوفِيِّ، لِنَفْسِهِ مِنْ قَصِيدَةٍ:
إِنَّ قَوْمِي لَقَادَةُ النَّاسِ بِالسَّيْفِ … إِلَي مَا أَتَي بِهِ جِبِريلُ
وَالنَّبِيُّ الْهَادِي وَسِبْطَاهُ مِنَّا … وَعَلِيٌّ وَجَعْفَرٌ وَعَقِيلُ
وَالْأُولَى فِي حُجُورِهِمْ وُضِعَ الدِّينُ … وَفِي دُورِهِمْ أَتَى التَّنْزِيلُ
ابْنُ مَنْ لَا يُعْطِي الْقِيَادَ إِذَا قَلْتُ … أَبِي حَيْدَرٍ وَجَدِّي الرَّسُولُ
অনুবাদঃ ইবনে হামযা আল-কুফী (রাহিমাহুল্লাহ) আবৃত্তি করেছেন:
নিশ্চয়ই আমার কওম তরবারির সাহায্যে মানুষের নেতা,
যা জিবরাইল (আঃ) নিয়ে এসেছেন (সেদিকে পরিচালিত করার জন্য)।
আর হেদায়েতদাতা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর দুই নাতি (হাসান-হোসাইন) আমাদের অন্তর্ভুক্ত;
আর আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা), জা‘ফর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং আকীলও (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদেরই জন।
আর তাঁরাই সেই জন, যাঁদের কোলে দ্বীন স্থাপিত হয়েছিল,
এবং যাঁদের গৃহে ওহী (আল্লাহর বাণী) নাযিল হয়েছিল।
আমি সেই জনের সন্তান যিনি নেতৃত্ব (অন্যের হাতে) তুলে দেন না;
আমি যখন বলি— আমার পিতা হায়দার (আলী) এবং আমার দাদা হলেন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।